অঘটনের রাশিয়া বিশ্বকাপ!

চঞ্চল রহমান: বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই হট ফেভারিটের তকমা পেয়েছিল ব্রাজিল, জার্মানি ও স্পেন। আর্জেন্টিনাও ছিল সে কাতারেই। কিন্তু রাশিয়ার ১১টি শহরে ১২টি মাঠে ১৪ জুন থেকে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই যেন সব কিছু পাল্টে গেল। শুরু থেকেই ২১তম বিশ্বকাপ সাক্ষী হলো অঘটনের। যার শুরুটা হয়েছিল স্পেনকে দিয়ে। পরে একই পথ অনুসরণ করে অন্য ফেভারিট দলগুলো। মনে হচ্ছে রাশিয়া বিশ্বকাপে ফেভারিট বলে যেন কেউ নেই। কারণ কাগজের হিসাব পাল্টে দিচ্ছে কথিত আন্ডার ডগরা।
রাশিয়া বিশ্বকাপের প্রথম দুই দিন কেটেছিল ভালোই। কিন্তু তৃতীয় দিনে এসে যেন এ টুর্নামেন্ট একটু ঝাঁকুনি খায়। সাড়ে তিন লাখের কম মানুষের দেশ আইসল্যান্ডের সঙ্গে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা করে ১-১ গোলে ড্র। পরের দিন আরও বড় অঘটনের শিকার হয় জার্মানি ও ব্রাজিল। মস্কোয় জার্মানি ১-০ গোলে হেরে বসে ম্যাক্সিকোর কাছে। একই দিনে ব্রাজিলকে নাড়িয়ে দেয় সুইজারল্যান্ড। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত করে ১-১ গোলে ড্র। এর আগে স্পেনকে বড় পরীক্ষায় নেয় পর্তুগাল। কঠিন লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ক্রিস্টিয়ানো রোনালদোর। তাহলে কি এবার বিশ্বকাপ এমনিভাবেই এগিয়ে যাবে?
মাত্রই এক বছর আগে, এ রাশিয়াতেই, তরুণদের একটি জার্মান দল কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মেক্সিকোকে। তারাই ফাইনালে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে জিতে নেয় শিরোপা। কিন্তু বিশ্বকাপে আসা সে জার্মানি দল গড়া হয়েছে অভিজ্ঞদের নিয়ে। বিশ্বজয়ী কয়েকজন খেলোয়াড় ঢুকে দলটিকে দিয়েছে প্রায় অজেয় চেহারা। আর তারাই কিনা হেরে গেল বিশ্বকাপের নিয়মিত মেক্সিকোর কাছে! অনেকটা যোগ্যতর দল হিসেবেই যেন বাজিমাত করল কনকাকাফ অঞ্চলের প্রতিনিধিরা!
এর আগে ১৬ জুন স্পার্তাক মস্কো স্টেডিয়ামে আইসল্যান্ড তাদের বিশ্বকাপ অভিষেক উদ্?যাপন করে আর্জেন্টিনার সঙ্গে ড্র করে। জার্মানির হারের তিন ঘণ্টা পর ব্রাজিলকে রোস্তভ অ্যারেনায় রুখে দেয় সুইজারল্যান্ড। এদিকে রোনালদোর হ্যাটট্রিকে অপেক্ষাকৃত ফেবারিট স্পেনকে রুখে দেয় পর্তুগাল। ওই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা ছিল দু’দলেরই। কিন্তু সব আলো নিজের করে নেয় রোনালদো। করেন রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
ইংল্যান্ড-বেলজিয়ামও এবারের বিশ্বকাপে ফেভারিট। এ দুই দলই মাঠে নেমেছিল গত পরশু। সোচিতে নবাগত পানামার সঙ্গে বেলজিয়াম অবশ্য হেসে খেলেই জিতেছে। পরে ভোলগাগ্রাদে তিউনিসিয়ার বিপক্ষে ইংল্যান্ড জিতেছে কষ্ট করে। মানে অতিরিক্ত সময়ের গোলে।
প্রথম ম্যাচে হোঁচট খাওয়াতে এখন জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ। যা এর আগে কমই দেখা গেছে। এ ম্যাচে যদি নিজেদের দল ভুল করে বসে, তাহলে ২১তম বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। এ আশঙ্কাটা কিন্তু একবারেই কেউ উড়িয়ে দিচ্ছেন না। সেক্ষেত্রে সত্যিকার অর্থেই অঘটনের অন্য নাম হয়ে থাকবে রাশিয়া বিশ্বকাপ।

ইতিহাস গড়ে জিতল জাপান
নাটকীয় ঘটনায় ঠাসা রাশিয়া বিশ্বকাপের এক ম্যাচ। যেখানে খেলা শুরুর ২.৫৬ মিনিটে লালকার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেস, যা কিনা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। তারও আগে ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ে-স্কটল্যান্ড ম্যাচে হোসে আলবার্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডে দেখেন লালকার্ড। সেই জাপানের বিপক্ষে তৃতীয় মিনিটেই ডি-বক্সে হাত দিয়ে বল ধরে ফেলেন সানচেস। রেফারি সরাসরি লালকার্ড দেখান! একইসঙ্গে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন শিন জি কাগওয়া। এরপর ৩৯ মিনিটে ১০ জনের দল নিয়েও ম্যাচে ফেরে কলম্বিয়া। গোল করেন হুয়ান ফার্নান্দো কুইনতেরো। তারপর ৭৩ মিনিটে এসে নিশানা খুঁজে নেয় জাপান। ইউয়া ওসাকোর গোলে এগিয়ে যায় দলটি। এভাবে বাকিটা সময় আটকে রেখে গ্রুপ ‘এইচ’-এর এ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। প্রথম ম্যাচেই হোঁচট খেল ফেবারিট কলম্বিয়া। ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপে কোনো ল্যাতিন আমেরিকান দেশকে
হারাল জাপান।

 

 

 

 

 

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১