Print Date & Time : 1 July 2025 Tuesday 3:14 pm

অনলাইনে ভ্যাট নিবন্ধন লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ৯ ডিজিটের ই-বিআইএন (ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) বা মূসক নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা এক লাখ ২৫০ ছাড়িয়েছে। অনলাইন নিবন্ধন শুরুর এক বছর ২৬ দিনে গতকাল বুধবার এ সংখ্যা ছাড়িয়ে যায়। তবে এনবিআর বলছে, এক বছরে এক লাখ নিবন্ধনের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ হতে ২৫ দিন অতিরিক্ত লেগে গেছে। বছর শেষে এ সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে। এর আগে ২০১৭ সালের ২৩ মার্চ অনলাইন ভ্যাট নিবন্ধন শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আগামী জুন মাসের পর পুরোনো বিআইএন দিয়ে আমদানি-রফতানিসহ করা যাবে বলে আদেশ জারি করেছে এনবিআর।
এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছর থেকে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়নের কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতায় আগামী দুই বছরের জন্য এ আইন স্থগিত করেন। অনলাইনভিত্তিক নতুন ভ্যাট আইন বাস্তবায়নে এনবিআর প্রস্তুতি সম্পন্ন করে। সে অনুযায়ী অনলাইনে ১১ ডিজিটের সনাতনী বিআইএনের পরিবর্তে ৯ ডিজিটের ই-বিআইএন ও অনলাইন ভ্যাট রিটার্ন (দাখিলপত্র) দাখিলের প্রস্তুতি নেওয়া হয়। অনলাইনে ভ্যাট নিবন্ধনের অংশ হিসেবে প্রাথমিকভাবে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূসকের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে ই-বিআইএন দেওয়া হয়। পরে ঢাকার চারটি ভ্যাট কমিশনারেটের বড় প্রতিষ্ঠানগুলোকে ই-বিআইএন দেওয়া হয়। কিন্তু পুরোনো আইনের অজুহাত তুলে ব্যবসায়ীদের দাবির মুখে অনলাইনে ভ্যাট রিটার্ন স্থগিত করে এনবিআর। তবে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোগান্তি এড়াতে অনলাইনে রিটার্ন চালুর দাবি জানান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর অনলাইনে ভ্যাট নিবন্ধন জুন পর্যন্ত স্থগিত করে। তবে জুনের পর বিআইএন দিয়ে আমদানি-রফতানি করা যাবে বলে সম্প্রতি একটি আদেশ জারি করা হয়। এ সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানকে অনলাইন ভ্যাট নিবন্ধন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক রেজাউল হাসান বলেন, অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর জন্য আমরা পুরোদমে এটি চালুর চেষ্টা করেছি, কিন্তু অসহযোগিতার কারণে পারিনি। তবে রিটার্ন চালু করতে না পারলেও অনলাইন নিবন্ধন চালু রয়েছে। তিনি বলেন, এক লাখ কেন এতদিন তিন লাখ ছাড়িয়ে যেত এবং ব্যবসায়ীরা এতদিনে এসে বলত অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিলে তারা কত প্রশান্তি পাচ্ছেন।