আজকের এইদিনে

বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিম বাংলার বীরভূম জেলার লাভপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৃষ্টিশীল জীবনের সমাপ্তি ঘটে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের  এই দিনে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯২১ সালে সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষার্থী থাকাকালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ১৯৩০ সালে গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। এরপর নিজেকে সাহিত্যে নিয়োজিত করেন। 

তারাশঙ্কর প্রায় ২০০ গ্রন্থ রচনা করেন। তার মধ্যে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্প, ১২টি নাটক, চারটি প্রবন্ধ, চারটি আত্মজীবনী এবং দুটি ভ্রমণকাহিনি । তার উপন্যাসে প্রাধান্য পেয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম-বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনচিত্র, স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা ও বিদ্রোহ, সামন্ততন্ত্র-ধনতন্ত্রের দ্বন্দ্ব ইত্যাদি।

মানবচরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তার উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে কীভাবে জমিদারি ক্রমেই বিলুপ্ত হয়ে নব্য ধনিক শ্রেণির উদ্ভব ঘটে এবং কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। তারাশঙ্করের তার রচনার পরম যতেœর সঙ্গে মানুষের মহত্ত্বকে তুলে ধরেছেন। তিনি বাংলার চিরায়ত কথা সাহিত্যের কালজয়ী শিল্প প্রতিভা।  বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক ‘রবীন্দ্র পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’, পদ্মশ্রী ও পদ্মভূষণ ছাড়াও আরও উপাধি ও পদক লাভ করেন। তার উপন্যাস, গল্প ও নাটক নিয়ে ৪০টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#      ১৮৬৭  কার্ল মার্কস রচিত দাস ক্যাপিটাল প্রকাশিত হয়

#      ১৮৭১  জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক ইয়োসেফ ব্লক জন্মগ্রহণ করেন

#      ১৯১৩  গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা জাকোব আর্বেঞ্জ

#      ১৯৬০  বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়

#      ১৯৭৯  আফগানিস্তানের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন

#      ২০০০  মাইক্রোসফট উইন্ডোজ এমই বাজারে আসে

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১