বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের আজ ১১৮তম জন্মবার্ষিকী। তিনি ১৯০১ সালে ময়মনসিংহ জেলার সুসং-দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে মাধ্যমিকের ছাত্র মণি সিংহ বিপ্লবী গোষ্ঠী অনুশীলন দলের সদস্য হন। ১৯২১ সালে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে শরিক হন। ১৯২৫ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯২৮ সালে কলকাতার মাটিয়া বুরুজে কেশরাম কটন মিলে শ্রমিকদের ১৩ দিনব্যাপী ধর্মঘটে নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের মাধ্যমে মনি সিংহ রাজনৈতিক কর্মকাণ্ডে প্রথম সফলতা অর্জন করেন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর মণি সিংহ পূর্ববাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জেলার হাজং কৃষকদের টংক প্রথা উচ্ছেদের আন্দোলন শুরু করেন এবং ১৯৫১ সালে পাকিস্তান সরকার টংক প্রথা বাতিল করে। কিন্তু মণি সিংহের ওপর হুলিয়া জারি করে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। মনি সিংহ ১৯৫১, ১৯৫৬, ১৯৬৮ তিনবার পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সম্পাদক এবং তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কারণে তিনি ১১ বছর কারাভোগ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রাজশাহী কারাগার থেকে বের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৫ সালে বাকশালে অংশগ্রহণ ও ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি গণতান্ত্রিক ঐক্যজোটের পক্ষে অবস্থান নেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই বিপ্লবী নেতা ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৭১২: দার্শনিক জঁ জাক রুশো জন্মগ্রহণ করেন
# ১৭৫৭: মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ গভর্নর নিযুক্ত হন
# ১৯১৯: প্রথম বিশ্বযুদ্ধের পরপর মিত্রশক্তিগুলো ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি সম্পাদিত হয়
# ১৯২১: ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও জন্মগ্রহণ করেন
# ১৯৭২: রোমানিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়
# ১৯৮৬: কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ মৃত্যুবরণ করেন