আফ্রিকায় কৃষিতে বিনিয়োগ বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগ এবং সম্ভাবনাময় পণ্যের রফতানি বাজার খুঁজতে কয়েকটি দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা। গতকাল শনিবার রাজধানীর ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের (আফ্রিকা) এক সভায় এসব কথা জানানো হয়।
সভায় জানানো হয়, উগান্ডা ও ইথিওপিয়াসহ ওই এলাকার দেশগুলোতে কৃষিজমি লিজ নিয়ে চাষাবাদে কাজ করবেন এফবিসিসিআই নেতারা। এছাড়া দেশগুলোতে তৈরি পোশাক, ওষুধসামগ্রী, পাট ও পাটজাত দ্রব্য, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী ও সিরামিক পণ্য রফতানির বাজার খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা।
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবুল হোসেন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন।
উল্লেখ্য, আবুল হোসেন বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণে কাজ করছেন। কমিটির সাবেক ডিরেক্টর ইনচার্জ আমিন হেলালি ও বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১