আমান ফিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ’২০-ডিসেম্বর ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৭৫ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই ’২০-ডিসেম্বর ’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছিল এক টাকা ৬০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয় ৩৬ টাকা ৪৬ পয়সা।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১