Print Date & Time : 2 July 2025 Wednesday 12:57 am

আশুলিয়ায় ৩৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শেয়ার বিজ প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ১২ দিন ধরে চলা অভিযানে প্রায় ৩৩ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর, আউকপাড়া, কুরগাঁও, ঘোষবাগ, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, বেরণ, গুমাইল, বুড়িপাড়া, ধনাইদ ও
গোরাটসহ বিভিন্ন এলাকায়  অবৈধ সংযোগ প্রদান ও ব্যবহারের অভিযোগে প্রায়
১৫০০ জনের নামে আশুলিয়া থানায় ১০টি মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যাও অনেক বেশি। দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আসছেন তারা। এর ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন
তারা। ১২ দিন অভিযান পরিচালনা করে প্রায় ৩৬ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ রাইজার, চুলা ও নানা উপকরণ। এছাড়া
অবৈধ সংযোগ প্রদানে ব্যবহƒত এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই
ইঞ্চি ও আড়াই ইঞ্চি ব্যাসের নি¤œমানের পাইপ জব্দ
করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ সংযোগ প্রদান ও ব্যবহারকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত আশুলিয়া থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। যে সব মামলায় প্রায় ৪০০ জনের নাম উল্লেখসহ প্রায় ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, বিভিন্ন সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় এ পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১০টি মামলা করেছে।