নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সহযোগী কোম্পানি ‘ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড (ইউজেপিএল)’ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। সূত্র: ডিএসই।
ইউপিজিডিসিএলের ৯৯ শতাংশ শেয়ারের মালিকানাধীন কোম্পানি ইউজেপিএল। আর গত ২৭ জানুয়ারি ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্ধবার্ষিক শেষে অন্তর্বর্তীকালীন ১৫০ কোটি টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ইউনাইটেড পাওয়ার পাবে ১৪৮ কোটি ৫০ লাখ টাকা।