উবার-পাঠাওয়ে গাড়ি ভাড়া দিলেই কর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৮-১৯ অর্থবছরে রাইড শেয়ারিং ব্যবস্থাকে করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। গতকাল সংসদে উত্থাপিত বাজেটের সঙ্গে এ-সংক্রান্ত নীতিমালা প্রস্তাব করা হয়েছে। এতে জানানো হয়েছে, উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কাছে গাড়ি ভাড়া দিয়ে এর মালিকরা যে অর্থ আয় করবেন তার ওপর উৎসে কর আরোপ করা হচ্ছে। এছাড়া গাড়ির মালিকদের আয়করের রিটার্ন দাখিল ও ১২ অঙ্কের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।
করনীতি উইং থেকে প্রকাশিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত আয়কর খাতের উল্লেখযোগ্য সংস্কার শীর্ষক নথিতে এ-সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাইডিং সেবা দিয়ে মোটরযানের মালিকরা যে অর্থ পাবেন তার ওপর উৎসে কর আরোপ করা হবে, যা প্রথমবারের মতো শুরু হলো।
উল্লেখ্য, অ্যাপভিত্তিক রাইড ব্যবহারের বিষয়ে মধ্যবিত্ত শ্রেণির আগ্রহ ক্রমেই বাড়ছিল। ২০১৬ সালে প্রথম উবার এ ধরনের সেবা শুরু করলেও পরে ধীরে ধীরে পাঠাও, ও-ভাইসহ বেশ কয়েকটি অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা চালু হয় দেশে। এ নিয়ে রাইড শেয়ারিং নীতিমালাও করা হয় সম্প্রতি।
এক গবেষণার তথ্যমতে, ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি নেই, পাবলিক বাস বা রিকশায়ও চড়েন না, এমন যাত্রীদের মধ্যে ৩৩ শতাংশই উবার বা পাঠাও ব্যবহার করছেন। সব মিলিয়ে উবার ও পাঠাও সেবা সমন্বিতভাবে বার্ষিক দুই হাজার ২০০ কোটি টাকার বাজার সৃষ্টি করেছে বলেও জানা গেছে।
এ বাজারের মধ্যে একটি অংশ পাচ্ছেন অ্যাপের মালিকরা, অপর অংশ পান অ্যাপের মাধ্যমে রাইডসেবায় যুক্ত মোটরগাড়ির মালিক ও চালকরা। এবার করনীতিতে সুবিধাভোগী ওই চালকদেরই আয়করের আওতায় আনা হলো। তবে অ্যাপ পরিচালনা করে উবার, পাঠাওসহ বিভিন্ন প্রতিষ্ঠান যে আয় করছে, তাদের আয়কে এর আওতায় আনা হয়নি।

 

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১