নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট’ প্রজেক্টের মাধ্যমে প্রতিদিন উৎপাদন ১০ টন বাড়াবে। বর্তমানে কোম্পানিটির উৎপাদনক্ষমতা দিনপ্রতি ৫১ টন (২৫ টন কার্ড অ্যান্ড কমবেড ইয়ার্ন, ১০ টন মেলাঞ্জ ইয়ার্ন ও ১৬ টন সিনথেটিক ইয়ার্ন)। নতুন এই প্রজেক্টে ব্যয় হবে ১৮৬ কোটি টাকা। এর মধ্যে ১২৫ কোটি টাকা জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে ঋণ এবং বাকি ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে। নতুন এই প্রজেক্ট সম্পন্ন হলে বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়বে ৮.৫০-৯.০০ টন (প্রতিদিন)। আর আনুমানিক বার্ষিক আয় বাড়বে ৯৫ থেকে ১০০ কোটি টাকা।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৯০ কোটি ৯৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩২ দশমিক ৭২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৫৫ দশমিক ৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৬ দশমিক ৩০ ও হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৮ দশমিক ৩৪।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক শূন্য চার শতাংশ বা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৫ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ৬ হাজার ১২টি শেয়ার মোট ১৩ বার হাতবদল হয়, যার বাজারদর ২ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৩৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৬ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ২৯ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৬ পয়সা। আর ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ২৯ পয়সা। ওই সময় মোট মুনাফা করেছে ২১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।