Print Date & Time : 1 July 2025 Tuesday 1:06 pm

এক্সিম ব্যাংকের এএমডি হলেন হুমায়ুন কবীর

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. হুমায়ুন কবীর। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি এ ব্যাংকে যোগ দেন। এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সেরা পারফরমার হিসেবে পরপর তিন বছর স্বর্ণপদকে ভূষিত হন। প্রায় ৩৭ বছরের ব্যাংকিং কর্মজীবনে হুমায়ুন কবীর দেশ ও দেশের বাইরে বিভিন্ন ব্যাংকিং সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি