এজিএমের অনুমতি পেল ফার্স্ট ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটিকে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাববছরের এজিএম করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালত। গতকাল ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি এজিএম অনুষ্ঠান করতে পারবে।

এদিকে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ৪৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে সাত টাকা ৩৯ পয়সা। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা ২০১৩ সালে ছিল ১০ শতাংশ। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করে সাত কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ইপিএস এক টাকা ৩২ পয়সা আর এনএভি হয়েছিল ১৪ টাকা ২৭ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করে ১৩ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা।

আর্থিক প্রতিষ্ঠান খাতের এ কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তাদের ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪১ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৯২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১