এ সপ্তাহেও লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক: সদ্যবিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি বা বেক্সিমকো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আলোচিত এ কোম্পানিটির সারা সপ্তাহে সর্বমোট ৫৩৯ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়, যা বাজারের মোট লেনদেনের ২৩ দশমিক শূন্য ৯ শতাংশ। এ সপ্তাহে মোট ছয় কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৭৫৫টি শেয়ার হাতবদল হয় কোম্পানিটির।

তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে বহুল আলোচিত মোবাইল অপারেটর বহুজাতিক কোম্পানি রবি। সারা সপ্তাহে মোট চার কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৩৩টি শেয়ার ইউনিট হাতবদল হয় যার টাকার পরিমাণ ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা এবং পুঁজিবাজারের মোট লেনদেনের সাত দশমিক ২৪ শতাংশ। তালিকার তিনে ছিল আরেক বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি। এ সপ্তাহে বাজারের মোট লেনদেনের ছয় দশমিক ২১ শতাংশ এ কোম্পানিটির শেয়ার হাতবদল হয়। পুরো সপ্তাহজুড়ে মোট ১৪৫ কোটি ছয় লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয় যার শেয়ার ইউনিট পরিমাণ ৯ লাখ ৪৭ হাজার ৭০৭টি।

তালিকার চারে ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত এ কোম্পানিটির এ সপ্তাহে মোট ১২৮ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকা সমপরিমাণের শেয়ার হাতবদল হয় যার ইউনিট সংখ্যা তিন কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৭৮৬টি। বাজারের মোট লেনদেনের পাঁচ দশমিক ৫২ শতাংশ এ কোম্পানিটির শেয়ারের দখলে। পাঁচ নাম্বার ছিল ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাজারের চার দশমিক ৪২ শতাংশ ছিল এ কোম্পানির দখলে। পুরো সপ্তাহে ১০৩ কোটি ২৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয় যার সংখ্যা ৫৭ লাখ ৫৬ হাজার ৭২৪টি। এরপরের অবস্থানে ছিল বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড। মোট ৭২ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয় যার পরিমাণ এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৯২৯টি। বাজারের মোট লেনদেনের তিন দশমিক শূন্য তিন শতাংশ।

এরপরের অবস্থানে ছিল প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সারা সপ্তাহে মোট ৬৯ কোটি ২৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয় কোম্পানিটির, যা বাজারের মোট লেনদেনের দুই দশমিক ৯৭ শতাংশ। ইউনিট হিসাবে পাঁচ লাখ ৬৭ হাজার ৭৯টি শেয়ার হাতবদল হয় কোম্পানিটির। তালিকার আটে ছিল ওষুধ খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে ৫৫ কোটি ২৫ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয় কোম্পানিটির যার পরিমাণ মোট লেনদেনের দুই দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটির মোট ২৫ লাখ ৫৮ হাজার ৩৭৫টি শেয়ার হাতবদল হয়।

তালিকার ৯ নাম্বারে ছিল সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম। সারা সপ্তাহে ৪৫ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয় এ কোম্পানিটির যার পরিমাণ বাজারের মোট লেনদেনের এক দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটির মোট ৮৮ লাখ ৩৩ হাজার ৫৮৪টি শেয়ার হাতবদল হয়। তালিকার সর্বশেষ অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মোট ৪৫ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয় কোম্পানিটির পুরো সপ্তাহজুড়ে যার পরিমাণ বাজারের মোট লেনদেনের এক দশমিক ৯৪ শতাংশ। ৪৬ লাখ ১৭ হাজার ৩৩৯টি শেয়ার হাতবদল হয় এ সময়ে।

পুরো সপ্তাহে পুঁজিবাজারের মোট লেনদেনের ৫৮ দশমিক ৮১ শতাংশ বা এক হাজার ৩৭৩ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয় এ দশটি কোম্পানির।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১