শিরীন আখতার সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি গত বছরের ২০ ডিসেম্বর কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন। ১৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বিআরসির মাধ্যমে ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংকে কর্মকালে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান প্রভৃতি পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 June 2025 Sunday 11:18 am
কর্মসংস্থান ব্যাংকের এমডি হলেন শিরীন আখতার
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: