Print Date & Time : 29 June 2025 Sunday 2:57 pm

কারখানা বন্ধ রাখার সময়সীমা বাড়াল রিং শাইন টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক: আবারও কারখানা বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি তৃতীয় দফায় আজ ২৫ নভেম্বর থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে যাওয়ার পাশাপাশি আমদানিকৃত কাঁচামালের স্বল্পতার কারণে প্রথম দফায় চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে এক মাসের কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল। দ্বিতীয় দফায় কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়ে এ বছরের নভেম্বর পর্যন্ত নির্ধারণ করে। সেপ্টেম্বরে কারখানা বন্ধের সময় কোম্পানিটি জানিয়েছিল বাংলাদেশ ইপিজেড লেবার ল’-২০১৯-এর সেকশন ১১ অনুযায়ী এ লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় ২৬ অক্টোবর থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছিল।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ৫৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে আছে ২০৮ কোটি ৭৯ লাখ টাকা।