Print Date & Time : 2 July 2025 Wednesday 9:50 am

কুড়িগ্রামে মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সেমিনার

প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল  কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এ সময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সাংবাদিক আমানুর রহমান খোকন, সদর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।

আইসিটি অধিদপ্তর কুড়িগ্রাম সদরের প্রোগ্রামার মো. রাহেন বাদশা রায়হানের সঞ্চালনায় সেমিনারে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, সুধীসমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।