ক্রীড়া ডেস্ক: টেস্ট সিরিজে ভরাডুবির পর একরকম সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তবে ২২ গজেই জবাবটা দিতে মুখিয়ে রয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রিয় ফরম্যাটের প্রথম ম্যাচেই সেটা আজ করে দেখাতে চায় মাশরাফি বিন মুর্তজার দল। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতেই যে সফরকারীরা কিছুটা ধারাবাহিক।
টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশ ওয়ানডেতে ভালো। এরইমধ্যে প্রমাণটা দিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সফরকারীরা বলার মতো যতটুকু সাফল্য পেয়েছে সেটি ওয়ানডেতেই। এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ২৮ ওয়ানডে খেলে ৭টিতে জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে দুবার সিরিজ জেতার সুখস্মৃতিও আছে সাকিব-তামিমদের। ওয়ানডেতে ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ২০১৪ সালে। সিরিজের তিনটি ওয়ানডেতে হারলেও লড়াইয়ের ছাপ অন্তত ছিল। আজ থেকে শুরু হতে যাওয়া ৫০ ওভারের ক্রিকেটে টাইগার লক্ষ্য অবশ্য জয়।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচের আগে সফরকারীদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে প্রস্তুতি ম্যাচ। ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ (ইউডব্লিউআই) চ্যান্সেলরস একাদশকে যে চার উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
বল ও পোশাকের রং বদলের সঙ্গে হঠাৎ করেই যেন গত বৃহস্পতিবার বদলে যায় বাংলাদেশ। টেস্ট সিরিজে ব্যর্থ হওয়া লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম ব্যাট হাতে তোলেন ঝড়। ঘূর্ণি বলে মোসাদ্দেক হোসেন প্রতিপক্ষের নেন কঠিন পরীক্ষা। তাকে দারুণ সঙ্গ দেন পেসার রুবেল হোসেন। সব মিলিয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী টিম টাইগার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে গতকাল কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। তার আগে এ সিরিজ নিয়ে ব্যাটসম্যান এনামুল হক বলেন, ‘একটা সিরিজ শেষ হয়ে গেছে। এখন নতুন করে শুরু করতে হবে। আশা করি ভালো কিছু করতে পারব। অবশ্যই সবাই চেষ্টা করবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে। টেস্ট শেষে সংস্করণ বদলে যাচ্ছে, এখন সাদা বলের খেলা। বাংলাদেশ ওয়ানডে ভালো খেলছে দীর্ঘদিন।’
সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশ একাদশ তা এখনও জানা জায়নি। তবে ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন এনামুল হক বিজয়। ওয়ান ডাউনে লিটন। এরপর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, মোসাদ্দেক, মাশরাফি, রুবেল ও মোস্তাফিজরা নামবেন। অন্যদিকে টাইগারদের কঠিন পরীক্ষায় ফেলতে সেরা দলই নামতে যাচ্ছে স্বাগতিকরা। অবশ্য তাতে মোটেই ভয় পাচ্ছে না স্টিভ রোডসের শিষ্যরা। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে মাশরাফিদের একটাই লক্ষ্য জয়।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজেরি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল