গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত তিন

শেয়ার বিজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মিরের বাজার এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের গাজীপুরের মিরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসস।
দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মুখর উদ্দিন (৪৩)। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার জিনারা এলাকার আইজুদ্দিনের ছেলে। এছাড়া আহতরা হলেন মো. মিজানুর ইসলাম (৪৫), মো. হালিম ও খোকন মিয়া। দুর্ঘটনার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গতকাল সকালে পৌনে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের মিরের বাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে গাজীপুর চৌরাস্তাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকচালকসহ চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১