শোবিজ ডেস্ক: আবেদনময়ী নারী গোয়েন্দা ত্রয়ীর কথা বললে দর্শকদের মনে পড়ে যায় ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ সিরিজের কথা। বুদ্ধি খাটিয়ে ও মার্শাল আর্টের মাধ্যমে মিশন সফল করে তারা। তাদের মজার কাণ্ডকীর্তি চোখে ভাসলে এখনও হাসি আসে।
সুখবর হলো ১৬ বছর পর বড় পর্দায় ফিরছে “চার্লি’স অ্যাঞ্জেলস”। নতুন ছবিতে একজন ‘অ্যাঞ্জেল’ হিসেবে অভিনয় করবেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে দেখা যাবে তাকে। ছবিটির অন্য দুই ‘অ্যাঞ্জেলস’ ভারতীয় বংশদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী নাওমি স্কট (দ্য পাওয়ার রেঞ্জার্স, আলাদিন) ও কৃষ্ণাঙ্গ রন্ধনশিল্পী লরেইন পেসকেলের মেয়ে এলা ব্যালিনস্কা (অ্যা মডার্ন টেল)।
নাম চ‚ড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনা করবেন হলিউড অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস। তিনি বলেন, ‘আমার কাছে চার্লি’স অ্যাঞ্জেলস হলোÑসত্তর দশক থেকে নারীর ক্ষমতায়নকে উদ্যাপন করার সত্যিকারের ব্র্যান্ড। নতুন ছবির মাধ্যমে আধুনিক ও বৈশ্বিক অ্যাঞ্জেলসদের নতুন যুগ শুরু হবে।’ বড় বাজেটের ছবি পরিচালনায় নারীদের ওপর আস্থা রাখা ও জাতিগত বৈচিত্র্যের ট্রেন্ড চলছে হলিউডে, নতুন ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ ছবিতেও রয়েছে সে রেশ। সনি পিকচার্সের পরিবেশনায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালনা ছাড়াও বসলি চরিত্রে অভিনয় করবেন এলিজাবেথ ব্যাঙ্কস। যদিও এ ফ্রাঞ্চাইজির আগের দুটি ছবি ও টিভি সিরিজে বসলির ভ‚মিকায় অভিনয় করেছেন পুরুষরা।
১৯৭৬ সালে টিভিতে প্রথম সম্প্রচার হয় ‘চার্লি’স অ্যাঞ্জেলস’। এতে তিন আবেদনময়ী গোয়েন্দার ভ‚মিকায় অভিনয় করেন ফারাহ ফসেট, কেট জ্যাকসন ও জ্যাকলিন স্মিথ। অদৃশ্য বস চার্লি টাউনসেন্ডের বলে দেওয়া মিশনে যান তারা। ২০০০ সালে হলিউডে তৈরি হয় টিভি সিরিজ অবলম্বনে ছবি ‘চার্লি’স অ্যাঞ্জেলস’। এতে অভিনয় করেন ক্যামেরন ডিয়াজ, ড্র– ব্যারিমোর ও লুসি লিউ। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চার্লি’স অ্যাঞ্জেলস: ফুল থ্রোটল’ ছবিতেও ছিলেন তারা।

Print Date & Time : 1 July 2025 Tuesday 7:23 pm
গোয়েন্দা চরিত্রে ক্রিস্টেন স্টুয়ার্ট
বিনোদন ♦ প্রকাশ: