প্রতিনিধি, জয়পুরহাট:‘সাবধানে গাড়ি চালান, জীবন ও সম্পদ বাঁচান’এ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট বিআরটিএ’র আয়োজনে গতকাল বিআরটিএ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন জয়পুরহাট বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক আবদুল হান্নান, মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম, ডা. ফাতেমা বেগম, এনটিভি প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক শেয়ার বিজ ও ডিবিসি নিউজ প্রতিনিধি শামীম কাদির, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি হারুনুর রশীদ প্রমুখ।
বক্তারা গাড়িচালকদের উদ্দেশে বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। কোনোভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবনের মূল্য অনেক। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত চালকদের সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।