Print Date & Time : 1 July 2025 Tuesday 7:39 pm

জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই

শেয়ার বিজ ডেস্ক: চলে গেলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস তার মৃত্যুর খবরটি সাংবাদিকদের জানিয়েছেন।

মুস্তাফা নূরউল ইসলাম বাংলাদেশের জাতীয় অধ্যাপক, বাংলা ভাষা ও সহিত্যের একজন যশস্বী অধ্যাপক, মননশীল প্রাবন্ধিক এবং এদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অতিপরিচিত ব্যক্তিত্ব। তিনি সুন্দরম সাহিত্য পত্রিকার সম্পাদক।

মুস্তাফা নূরউল ইসলামের জন্ম ১৯২৭ সালের ১লা মে, বগুড়া, মহাস্থানগড় সংলগ্ন গ্রাম চিঙ্গাশপুরে। পিতা সাদাত আলী আখন্দ, সরকারি কর্মচারী। পিতার কর্মসূত্রে শৈশব কলকাতায়, ইস্কুল-কলেজে লেখাপড়া করেন। পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন (বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচ.ডি. লাভ করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে।

তিনি কিশোর বয়স থেকে আবৃত্তি, নাটকাভিনয় ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত। লেখালেখিও তখন থেকেই, কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে বামঘেষা ছাত্র রাজনীতি, প্রগতি সাহিত্য সংস্কৃতি আন্দোলনের সক্রিয় কর্মী।

সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এ ছাড়াও তিনি একুশে পদকও লাভ করেছেন।

বরেণ্য এই বুদ্ধিজীবীর মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সাহিত্যিক ও সুন্দরম সাহিত্য পত্রিকার সম্পাদক মুস্তাফা নূরউল ইসলাম সাহিত্যে অবদানের জন্য একুশে ও স্বাধীনতা পদক পেয়েছেন।