Print Date & Time : 28 June 2025 Saturday 1:56 pm

জেনে-বুঝে করো বিনিয়োগ নিয়ে দিদারুল গনির গান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ‘জেনে-বুঝে করো বিনিয়োগ’ শিরোনামে একটি প্যারডি সংগীত রিলিজ করেছে। গানে বিনিয়োগকারীদেরকে সচেতন হওয়ার কথা বলা হয়েছে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি ও আয়োজনের অংশ হিসেবে শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীদের সচেতন করতেই ডিবিএ’র এই ক্ষুদ্র প্রয়াস। ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনির কথায় ও কণ্ঠে গানটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সচেতন করতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে দিদারুল গনি শেয়ার বিজকে বলেন, বিনিয়োগকারীদের সচেতন করার জন্যই এই গানটি করা হয়েছে। ডিবিএ’র পক্ষ থেকে এটা বিনিয়োগকারীদের জন্য আমার উপহারও বলা যায়। কতটুকু পেরেছি জানি না। তবে এতটুকু বলতে পারি গানটি শুনে উপকৃত হবেন বিনিয়োগকারীরা।