নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এর মাধ্যমে চলতি সপ্তাহে টানা তৃতীয় দিন সূচক ও লেনদেনের পতন হলো। এদিন সূচক পতনের পাশাপাশি লেনদেন কমেছে ১৫ কোটি ২৮ লাখ টাকা। এদিন মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৯০টির এবং কমেছে ১৪৭টির। বাকি ১১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৭০২ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ১৫ কোটি ২৮ লাখ টাকা। এদিন ১৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ১১৩টি শেয়ার এক লাখ ২৮ হাজার ২৭৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে পাঁচ হাজার ৫৬৪ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক আট দশমিক শূন্য চার পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে এক হাজার ২৪৬ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৬ দশমিক শূন্য তিন পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে দুই হাজার ১০৯ দশমিক ৪৫ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৭৪৪ কোটি ৮১ লাখ ৪২ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৬ হাজার ৬৩০ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকায়।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১২৮ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪৭ কোটি ৯৫ লাখ তিন হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১৯ টাকা ২০ পয়সা বেড়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৬ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর পাঁচ টাকা ৫০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৪৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩৩ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার, সামিট পাওয়ার লিমিটেডের ২৩ কোটি ১৯ লাখ ৭৭ হাজার, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৯১ লাখ ২৮ হাজার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ১৮ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৪৫ লাখ ৮৫ টাকার শেয়ার লেনদেন হয়।
সাত শতাংশ ৪৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ন্যাশনাল ফিড মিল লিমিটেডের চার দশমিক ৬২ শতাংশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার দশমিক ৪৭ শতাংশ, আমান কটন ফাইব্রাস লিমিটেডের তিন দশমিক ৪০ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ানের দুই দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দুই দশমিক ৯১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের দুই দশমিক ৯০ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের দুই দশমিক ৭০ শতাংশ, আমরা নেটওয়ার্ক লিমিটেডের দুই দশমিক ৬৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের দুই দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ৯ হাজার ৭৭১ দশমিক ৫৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ১৬ হাজার ১৯৭ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭১টির, কমেছে ১০৫টির এবং ৬৪টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৪০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৮১৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ২২৪ টাকার।
সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬৩ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা বিবিএস কেব্লস লিমিটেডের আট কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। রবি আজিয়াটা লিমিটেডের পাঁচ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের তিন কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের দুই কোটি ৫৬ লাখ ৯০ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক কোটি ৬৩ লাখ ৭০ হাজার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক কোটি ৩৩ লাখ ৩০ হাজার, আইএফআইসি ব্যাংক লিমিটেডের এক কোটি ১৪ লাখ ১০ টাকার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি দুই লাখ ৮০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।