সপ্তাহের ব্যবধান

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ। তবে বাজার মূলধন কমেছে ২ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬২ দশমিক ৬৫ পয়েন্ট বা ২ দশমিক ৮৮ শতাংশ কমে পাঁচ হাজার ৪৮৫ দশমিক ০২ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৪ দশমিক ৯৭ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ কমে এক হাজার ২৩৬ দশমিক ৩৩ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ৬৩ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ কমে দুই হাজার ১১০ দশমিক ৭০ পয়েন্টে স্থির হয়। মোট ৩৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত ছিল ৯১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি তিনটির। দৈনিক গড় লেনদেন হয় ৮১৭ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৩৩৬ টাকা বা ৮ দশমিক ৮৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ২৮ লাখ ৫৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৭০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ২ কোটি ৩০ লাখ ২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক শূন্য ২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৪০ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার।

আর ষষ্ঠ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ। সপ্তম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ। পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৪৪ শতাংশ। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের দুই দশমিক ২৭ শতাংশ এবং তালিকার সর্বশেষ অবস্থানে থাকা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে এক দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির ৯ কোটি ৬৪ হাজার ৬১৭টি শেয়ার ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৭ দশমিক ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৮০ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৮৫ টাকা ২০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮৬ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা থেকে ৯৬ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০ লাখ ৬২ হাজার ৬টি শেয়ার ৫০০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ১০ শতাংশ বেড়েছে।

তালিকায় তৃতীয় স্থানে ছিল রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৫ লাখ ৭ হাজার ২৮৯টি শেয়ার ২৬৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ২২ শতাংশ কমেছে।

আর চতুর্থ অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সপ্তাহজুড়ে এক কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৯৬টি শেয়ার ২২৪ কোটি ৯০ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪ দশমিক ৫০ শতাংশ কমেছে।

আর পঞ্চম অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১০ দশমিক ৩৭ শতাংশ কমেছে।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১