ডিএসইতে সূচকের পতন, লেনদেন কমেছে ১৩২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে, একইসঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় ১৩২ কোটি টাকা কমেছে। এদিন মোট ৩৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১০১টির এবং কমেছে ১৪১টির। বাকি ১০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ১৩১ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার টাকা। এদিন ১৮ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ১১১টি শেয়ার এক লাখ ৪২ হাজার ৫৫৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ কমে পাঁচ হাজার ৫০৩ দশমিক ৬৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ২৫০ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে দুই হাজার ১২০ দশমিক ৪০ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন হাজার ৫৬ কোটি ৩১ লাখ ৪৩ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৬৮ হাজার ৬৯১ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ২৫৮ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর পাঁচ টাকা ৬০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮০ কোটি ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৩০ পয়সা কমেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৬৩ কোটি ৯৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ১৮ টাকা ৬০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৪৪ কোটি ৯১ লাখ ৩৯ হাজার টাকার, রবি আজিয়াটা লিমিটেডের ৩৮ কোটি ২০ লাখ ২২ হাজার, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ কোটি ৪২ লাখ ১৪ হাজার, সামিট পাওয়ার লিমিটেডের ১৬ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকার এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ৯ হাজার ৬১৬ দশমিক ১২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১৫ হাজার ৯৪১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০৭টির এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ১৫৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ছয় লাখ ১৬ হাজার ৭৩৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ১১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকার।

সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির চার কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের তিন কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দুই কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় থাকা তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক কোটি ১২ লাখ, আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৮০ লাখ ৩০ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৮ লাখ ৩০ হাজার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ৭৩ লাখ ৮০ হাজার টাকার, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬৫ লাখ ৯০ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১