দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বা দুই টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৩১ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে তিন লাখ ৪৮ হাজার ২০৯ শেয়ার মোট ৩৯১ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৯ লাখ ১০ হাজার টাকা। এক বছরে শেয়ারদর সর্বনি¤œ ১৩ টাকা ৪০ পয়সা থেকে ৪৪ টাকায় হাতবদল হয়।

কোম্পানিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ডিভেডেন্ড দিয়েছে। বিমা খাতের কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১