Print Date & Time : 2 July 2025 Wednesday 3:18 am

দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে চার দশমিক ২২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৭ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৭ টাকা। দিনজুড়ে ৫ লাখ ৭৪ হাজার ৯৭২টি শেয়ার মোট ৮৫৩ বার হাতবদল হয়, যার বাজারদর ২ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩৫ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৮ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৫২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩০ পয়সা।

বিমা খাতের কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৬০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার।

দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ২ দশমিক ৬২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২ দশমিক ৬২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২ দশমিক ১৬ শতাংশ ও রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ দশমিক ০৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।