প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের তেজার মোড় নামক এলাকায় প্রভাবশালী কর্তৃক দিনমজুরের বসতবাড়ি দখল করার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় এ অপচেষ্টা করছে প্রভাবশালী মহলটি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, চৌকিদার পাড়ার মৃত জহুর উদ্দিনের ছেলে দিনমজুর আবেদ আলী পৈত্রিক সূত্রে প্রাপ্ত সিএস খং নং-১২০, আরএস খং নং-১৭৮ এর ৪৫ শতাংশ জমিতে বসতবাড়ি তৈরি করে দীর্ঘদিন বসবাস করছে। স্থানীয় সরকার পাড়ার মৃত সমেস সরকারের ছেলে এলাকার প্রভাবশালী জয়নাল আবেদীন এ দিনমজুরের বসতবাড়ি নিজ দখলে নেওয়ার পাঁয়তারা করছে। গত ১ ফেব্রুয়ারি সকালে প্রায় ৩০০ জনবল নিয়ে পেশীশক্তির দাপট দেখিয়ে জমি নিজ দখলে নেওয়ার চেষ্টা করেন প্রভাবশালী মহলটি। তখন ৯৯৯ এ কল করে উদ্ভূত পরিস্থিতে পরিবারটি রক্ষা পায়। এছাড়াও দিনমজুরকে ঘায়েল করতে জয়নাল আবেদীন বাদী হয়ে চারটি মামলা করেছেন।
আবেদ আলী বলেন, আমি দিনমজুর অনেক কষ্টে জীবনযাপন করি, তার ওপর একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। সব সময় আতঙ্কের মধ্যে আছি। ৫১/১৯ অন্য একটি বাটয়ারা মামলা করেছি।
জয়নাল আবেদীন বলেন, আমার বাবা ৬৪ সালে এ জমি কিনেছে। রেকর্ডের সঙ্গে আবেদ আলীর কোনো সম্পর্ক নেই। রাজারহাট থানার পুলিশ ৯৯৯-এ কল পেয়ে ঘটনা স্থানে যাওয়ার কথা স্বীকার করেন।