দ্রুততম এক হাজারে ফখরের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক: নিয়মিতই ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। সে ধারা গতকালও ধরে রাখলেন ফখর জামান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এ বাঁহাতি নিজেকে নিয়ে গেলেন অন্য এক উঁচ্চতায়। ৩৮ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের এ ওপেনার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড এখন তার দখলে। এজন্য তিনি পেছনে ফেলেছেন ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে। এছাড়া
আরও কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ফখর।
ওয়ানডেতে দ্রুততম এক হাজার রান থেকে মাত্র ২০ রান দূরে ছিলেন ফখর। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে চাতারাকে পয়েন্ট দিয়ে চার মেরে ভিভের রেকর্ডটি ভেঙে দেন ফখর। ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম ১ হাজার রানের রেকর্ডটি গড়েছিলেন। সেটি ছিল তার ২১তম ইনিংস। আর ফখর রেকর্ডটি নিজের করে নিতে সময় নিয়েছেন মাত্র ১৮ ইনিংস।
ভিভের পর ২১ ইনিংসে এক হাজার রান করেছিলেন আরও চারজন। তারা হলেনÑকেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম। কিন্তু তারা কেউ ভিভকে টপকে যেতে পারেননি। ফখর সে কাজটাই গতকাল করে দেখিয়েছেন। স্মরণীয় এ মুহূর্তকে অবশ্য সেঞ্চুরি দিয়ে রাঙাতে পারেননি তিনি। ৮৫ রানেই তাকে ফিরতে হয়েছে সাজঘরে। কিন্তু তার ওপেনিং সতীর্থ ইমাম-উল-হক ঠিকই সেঞ্চুরি (১১০) তুলে নিয়েছেন। এদিকে বাবর আজমের (১০৬*) সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৬৪ রান তুলেছে পাকিস্তান।
ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছেন ফখর ও ইমাম। এর মধ্যে দিয়ে দ্বিপক্ষীয় সিরিজে প্রথম জুটি হিসেবে ৬০০ এর বেশি রান তোলার রেকর্ড গড়লেন এ দুই ব্যাটসম্যান। ইমামের সেঞ্চুরিটি সিরিজে তৃতীয়। অর্থাৎ ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে ৪ সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ড এখন তার দখলে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজে ফখরের কীর্তিই বেশি।
রেকর্ডময় সিরিজে ফখর গড়েছেন আরও রেকর্ড। ৫ ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের ইতিহাসের সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন তার। সিরিজের আগের চার ম্যাচে ফখরের রান ছিল ৬০, অপরাজিত ১১৭, অপরাজিত ৪৩ ও অপরাজিত ২১০। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে গড়া হ্যামিল্টন মাসাকাদজার ৪৬৭ রানের রেকর্ড ছাড়াতে এদিন ফখরের প্রয়োজন ছিল ৩৮ রান। ফখর সেটি ছাড়িয়ে গেছেন, প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ৫ ম্যাচের সিরিজে ৫০০ রান। সিরিজ শেষ করেছেন ৫১৫ রান নিয়ে।
প্রথম ওয়ানডেতে ৬০ রানে আউট হওয়ার পর ফখর শেষ ম্যাচে লিয়াম রোচের বলে আউট হয়ছেন ৮৫ রানে। মাঝের সময়টায় নতুন করে লিখিয়েছেন ওয়ানডেতে দুই আউটের মাঝে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ৪০৫ রানের আগের রেকর্ড ছিল আরেক পাকিস্তানি মোহাম্মদ ইউসুফের। ফখর করেছেন ৪৫৫।

 

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১