নওগাঁ সাহিত্য পরিষদের বিজয়ের কবিতা পাঠ

প্রতিনিধি, নওগাঁ : মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জনকারী শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের মাসকে স্মরণীয় করতে নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। গত শনিবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগার মিলনায়তনে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ সাহিত্য পরিষদের আহ্বায়ক তরুণ প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক আশরাফুল নয়নের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠসহ বক্তব্য রাখেন কবি আবুল কাসেম, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, নাটোরের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক প্রত্যয় হামিদ, মানবাধিকারকর্মী, কবি ও আবৃত্তিশিল্পী আমিনা আনসারী, দৈনিক প্রথম সংবাদ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁর সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, কবি অরণ্য বাবু, সাহিত্যের ছোট কাগজ পালকি সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি অরিন্দম মাহমুদ, কবি কাজী কুদ্দুস।

এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গীতিকার আবুল কালাম আজাদ, কবি রফিক বকুল, আবু তালেব, আনিছুর রহমান, শুকলি হাবিব, বরেন্দ্র রেডিওর সহকারী প্রোগ্রাম প্রডিউসার সুস্মিতা সাহা, আসলাম হোসেন, সাদিয়া আফরিন বর্ষা, কনক সাহা, সোহাগ হোসেন, রাকিব আল হাসান, পূর্ণিমা আখতার প্রমুখ।

কবিতা পাঠ শেষে শূন্য দশকের অন্যতম কবি সুমন সৈকতের ৩৯তম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব কবি এসএইচ নীড়। পরে মুড়িমুরকি ও বাতাসা দিয়ে জলপানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

রানীনগর উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর রানীনগর উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবীর খোন্দকার। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সদরে এ অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন উর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, রানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, নওগাঁ জেলা গণপূর্ত বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কাজেম উদ্দীন, রানীনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৭৩৮ টাকা।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১