শেয়ার বিজ প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে নকল বীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক চার বীজ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশের যৌথ টাস্কফোর্সের অভিযানে উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
অভিযানে সদর উপজেলার খাসমহল গ্রামের তমিজউদ্দীনের ছেলে আবদুল বারেক, ঠাটপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে লাবু আলী এবং গলেহা কান্তমনি গ্রামের নজিব উদ্দীনের ছেলে মোস্তফা কামালকে বাড়িতে স্বর্ণা ধান প্যাকেটজাত করার সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ভারতীয় বীজ সংরক্ষণের দায়ে আটক পঞ্চগড় শহরের বীজ ব্যবসায়ী গোফাপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে মনতাজ উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ন এ মুং মারমা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বাজার থেকে সাধারণ মানের বীজ কিনে তা প্যাকেটজাত করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার টাস্কফোর্সের যৌথ অভিযানে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

Print Date & Time : 29 June 2025 Sunday 1:23 pm
নকল বীজ বিক্রির দায়ে চার ব্যবসায়ীর জেল-জরিমানা
সারা বাংলা ♦ প্রকাশ: