Print Date & Time : 1 July 2025 Tuesday 12:00 pm

নগদ লভ্যাংশ দেবে জিকিউ বলপেন

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য শুধু সাধারণ বিনিয়োগকারীদের (উদ্যোক্তা বা পরিচালক ব্যতীত) পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সাত টাকা ৬৪ পয়সা লোকসান এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৪ টাকা ২১ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে দুই টাকা ৭৯ পয়সা (লোকসান)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

এর আগে গত বছর ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই ইপিএস হয়েছিল এক টাকা ৭২ পয়সা লোকসান, এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছিল ১৪৮ টাকা ২৩ পয়সা।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর পাঁচ দশমিক ৯২ শতাংশ বা ১৩ টাকা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২১৯ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২১৯ টাকা ২০ পয়সা। দিনজুড়ে এক লাখ ৪৩ হাজার ৭৪২টি শেয়ার এক হাজার ২০৬ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা। দিনভর শেয়ারদর ২০৫ টাকা থেকে ২২৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫৬ টাকা ৩০ পয়সা থেকে ২৫৩ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

বিবিধ খাতের কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে।