ক্রীড়া ডেস্ক: অনেকদিন ধরেই ছিল গুঞ্জনটা বার্সেলোনায় যাচ্ছেন আঁতোয়ান গ্রিজম্যান। কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না, রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন তিনি। এবার সেটারই সত্যতা মিলল। অ্যাথলেটিকো মাদ্রিদেই থেকে যাচ্ছেন ফ্রান্সের এ ফরোয়ার্ড। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিও সেরে ফেলেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন গ্রিজমান।
অ্যাথলেটিকোয় ২৭ বছর বয়সী গ্রিজম্যানের রিলিজ ক্লজ ১০ কোটি ইউরো বলে জানা গিয়েছিল। নতুন চুক্তিতে তার এটা বাড়ানো হয়েছে কি-না এ ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি।
গেল মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত কেটেছে গ্রিজম্যানের। কিন্তু দলকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। তবে আগামী মৌসুমে এমনটা আর চান না তিনি। স্পেনের ক্লাবটিকে নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফিসহ অন্য টুর্নামেন্টের শিরোপাও জিততে চান ফরাসি তারকা এ ফরোয়ার্ড। গ্রিজম্যান এখন ব্যস্ত জাতীয় দলের হয়ে রাশিয়া বিশ্বকাপে। এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে অবদান রাখেন তিনি। পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেছিলেন গ্রিজম্যান।