Print Date & Time : 1 July 2025 Tuesday 6:15 pm

নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সরকারি হাসপাতাল, এতিমখানা ও রেলস্টেশনে ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব কম্বল বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার ১০০ শয্যা হাসপাতাল ও সদর হাসপাতালের প্রত্যেক রোগীকে একটি করে কম্বল দেওয়া হয়। এছাড়া নরসিংদী রেলস্টেশনের ভাসমান ও দুটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।