পতন দিয়ে শেষ হলো সপ্তাহের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও নেতিবাচকভাবে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন। আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৬৯৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৬৯ কোটি ৭৩ লাখ টাকা কম লেনদেন হলো। গতকাল লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ৮৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৭৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচক আট পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে মোট ৩৪৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬ কোম্পানির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৫ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২২৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১