শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের মূল্যস্ফীতি বেড়ে তিন শতাংশে পৌঁছেছে। গত পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে এটিই দেশটির সর্বোচ্চ মূল্যস্ফীতি। পরিবহন ও খাদ্যমূল্য এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আগের মাসে মূল্যস্ফীতি ছিল দুই দশমিক ৯ শতাংশ। খবর বিবিসি।
প্রতিবেদনমতে, সেপ্টেম্বরের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের এপ্রিল থেকে রাষ্ট্রীয় পেনসন ভাতা এ মাসের সিপিআই দেখেই নির্ধারিত হয়। এছাড়া সেপ্টেম্বরের মূল্যস্ফীতি চিত্র দেখেই পরবর্তী মাসের সুদহার নির্ধারিত হয়।
গত বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট গণভোটের পর থেকে পাউন্ডের দরপতন দেশটির মূল্যস্ফীতি বাড়াতে সাহায্য করছে।
তথ্যমতে, ২০১২ সালের এপ্রিলে সর্বশেষ মূল্যস্ফীতির হার তিন শতাংশ হয়েছিল। এরপর মাসিক হিসেবে এবারই প্রথম তিন শতাংশ সিপিআই হয়েছে ব্রিটেনে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) মূল্যস্ফীতিবিষয়ক প্রধান মাইক প্রেস্টউড বলেন, খাদ্যমূল্য ও পরিবহন খরচ বৃদ্ধি সেপ্টেম্বরের উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ। তবে গত বছর একই সময়ের তুলনায় পোশাকে মূল্যস্ফীতি কম ছিল।
এদিকে মূল্যস্ফীতির এ বৃদ্ধিতে নি¤œ আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাউন্ডের দরপতনে বিদেশ থেকে পণ্য ক্রয়ে বেশি খরচ গুনতে হচ্ছে দেশটিকে।
ব্রেক্সিট ভোটের পর ডলারের বিপরীতে পাউন্ডের ২০ শতাংশ পর্যন্ত দরপতন হয়। গত ৩১ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় পতন।
এর আগে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি বলেছিলেন, পাউন্ডের দরপতন ব্রিটেনের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে নি¤œ আয়ের মানুষের জন্য এটা কঠিন হবে। পণ্যদ্রব্যের দাম বাড়ার ক্ষেত্রে খাদ্যপণ্য বড় ভ‚মিকা রাখবে। আগামী কয়েক বছর পণ্য ও সেবা খাতে উচ্চ মূল্যস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশটির অর্থনীতি বিশ্লেষকরাও পূর্বাভাস দিয়েছিলেন, ‘পাউন্ডের দরপতনে খাদ্য ও জ্বালানি ব্যয় আরও বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি তিন শতাংশে পৌঁছাতে পারে।’ বাস্তবে তা-ই হলো।
কার্নি ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা দুই শতাংশ দেখতে চেয়েছিল। বর্তমানে লক্ষ্যমাত্রার চেয়েও এক শতাংশ বেশি মূল্যস্ফীতি হলো।
এদিকে মূল্যস্ফীতি বৃদ্ধিতে পেনশনভোগীরা খুশি। সিপিআই অনুযায়ী আগামী বছর এপ্রিলে তাদের পেনশন বাড়বে তিন শতাংশ। বর্তমানে প্রতি সপ্তাহে পেনশন ভাতা ১৫৯ দশমিক ৫৫ পাউন্ড বা বছরে আট হাজার ২৯৬ দমমিক ৬০ পাউন্ড। তিন শতাংশ বাড়লে সপ্তাহে পেনশন ভাতা হবে ১৬৪ পাউন্ড।