Print Date & Time : 29 June 2025 Sunday 1:48 am

প্যারামাউন্ট টেক্সটাইলের ২০% লভ্যাংশ ঘোষণা

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৫ শতাংশ নগদ (শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য) এবং পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। তবে কভিড-১৯ সংক্রমণ ও বিদ্যমান ব্যবসায়ের অবস্থা বিবেচনায় নিয়ে কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা তাদের প্রাপ্য লভ্যাংশ কোম্পানিতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির ১৪ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার ৮১৫টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৬০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৯ দশমিক ৫১ শতাংশ, বিদেশি চার দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫ দশমিক ৩৭ শতাংশ শেয়ার। বিজ্ঞপ্তি