ফের অনুশীলনে ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক: ঈদের ছুটি শেষে ক্রিকেটাররা আজ থেকে আবার নেমে পড়বেন অনুশীলনে। এরই মধ্যে গত পরশু রাতে অনেকটা নিঃশব্দে মেইলের মাধ্যমে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ভালো করার পুরস্কার পেয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই মোস্তাফিজুর রহমান। নুরুল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ফিরেছেন দলে। জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আজ দুপুর ২টায় প্রধান কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া ক্রিকেটারদের।
জায়গা না পাওয়া মোসাদ্দেক, মোস্তাফিজ ও নাঈমের সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে দুই পেসার ইয়াসিন আরাফাত ও আবু হায়দারকে।
দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে টাইগারদের প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১