Print Date & Time : 2 July 2025 Wednesday 2:24 am

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা হতে পারে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতেও।

বৈঠক শেষে দু’দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর যৌথ বিবৃতি দেবেন দুই পররাষ্ট্র সচিব। পরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখলে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।