ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নতুন ভেনু পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা স্টলটি উদ্বোধন করেন। ব্যাংকের এসইভিপি মো. মাহবুব আলম, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান উদ্দীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিবছরের মতো এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্যমেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা দিচ্ছে এ স্টল। বিজ্ঞপ্তি

Print Date & Time : 1 July 2025 Tuesday 7:05 pm
বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংকের স্টলে আধুনিক সেবা
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: