বাণিজ্যিকভাবে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করবে লিন্ডে বিডি

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ বাণিজ্যিকভাবে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পে কোম্পানিটি ৫৮ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রূপগঞ্জে এই কার্বন ডাই অক্সাইড উৎপাদন প্রকল্প নির্মাণ করা হবে। এ প্রকল্প থেকে প্রতিদিন ৩৬ টন কার্বন ডাই অক্সাইড উৎপাদন করা হবে। ২০১৯ সালের জুলাই থেকে বাণিজ্যিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
লিন্ডে বিডি একটি জার্মানভিত্তিক বহুজাতিক কোম্পানি। কোম্পানিটির প্রধান কার্যালয় জার্মানির মিউনিখে অবস্থিত। বিশ্বব্যাপী বিভিন্ন শিল্প-কারখানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে অবস্থান করছে লিন্ডে গ্রুপ। কোম্পানিটি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে।
লিন্ডে বিডি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত আর্থিক বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ সর্বমোট ৩৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশান-২-এ লেকশোর হোটেলে। এজন্য রেকর্ড ডেট ছিল গত ২০ মার্চ। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৬২ টাকা ৬০ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৪১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫৭ টাকা ৯০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২০৯ টাকা ২৮ পয়সা। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানিটি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত প্রতি বছরই ৩১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়ে এসেছে। দেশের পুঁজিবাজারে উচ্চমূল্যের শেয়ারগুলোর মধ্যে লিন্ডে বিডি অন্যতম। গতকাল কোম্পানিটির শেয়ারদর পাঁচ টাকা ৪০ পয়সা বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় এক হাজার ২৩৬ টাকায়। লেনদেন শেষে সর্বশেষ দর দাঁড়ায় এক হাজার ২২৯ টাকা ৮০ পয়সায়। গতকাল শেয়ারটির দর এক হাজার ২২৭ টাকা থেকে এক হাজার ২৫৯ টাকায় ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল এক হাজার ৩৭০ টাকায়। সর্বনি¤œ দর ছিল এক হাজার ২০০ টাকা। গতকাল কোম্পানিটির দুই হাজার ৮৮৪টি শেয়ার ৮০ বার হাতবদল হয়। যার মোট মূল্য ছিল ৩৫ লাখ ৬০ হাজার টাকা।
২০ কোটি টাকা অনুমোদিত ও ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির মোট শেয়ার সংখ্যা এক কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০টি। কোম্পানিটির রিজার্ভে আছে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির পি রেশিও ১৯ দশমিক ৬৫। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পিই রেশিও ২১ দশমিক ২৪।
কোম্পানির মোট শেয়ারের ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে, ২৯ দশমিক ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১০ দশমিক ৬০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১