বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আজ বাড়ি ফিরবেন

শেয়ার বিজ ডেস্ক: নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদের শারীরিক অবস্থা ভালো হওয়ায় তাকে আজ বাড়ি যাওয়ার ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী সপ্তাহে আলমুন নাহার অ্যানিকেও ছাড়পত্র দেওয়া হবে।

আজ রবিবার ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শাহরিন এখন ভালো আছে। তবে এখন তাকে ছাড়পত্র দেওয়া হলেও দুই সপ্তাহ পর আবার ফলোআপের জন্য তাকে হাসপাতালে আসতে হবে।

বিমান দুর্ঘটনায় শাহরিনের পা ভেঙে গেছে এবং শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১