বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের আন্দোলন

শেয়ার বিজ ডেস্ক: আগামী বৃহস্পতিবারের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ বুধবার দুপুরে ঢাবির টিএসসিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

বুধবার সকাল থেকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে টিএসসি এলাকার রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করেন।

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই ঘোষণা অনুযায়ী আজ বুধবার কর্মসূচি পালন করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা বাস্তবায়নের জন্য কোটা সংস্কার আন্দোলনকারীদের আলটিমেটাম শেষ হয় গত সোমবার। এর মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় ফের দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেন তারা।

এর আগে ২৬ এপ্রিল কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা ৩০ এপ্রিলের মধ্যে বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। ওই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ১ মে থেকে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তারা। এমতাবস্থায় ২৭ এপ্রিল আন্দোলনকারীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের বৈঠক হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ নেতাদের অনুরোধে ৭ মে পর্যন্ত আলটিমেটামের সময় বাড়ান আন্দোলনকারীরা।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১