Print Date & Time : 1 July 2025 Tuesday 2:41 pm

বেগমগঞ্জে কালোবাজারে বিক্রির সময় ৩০ টন সরকারি গম আটক

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে কালোবাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করা হয়। একই সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ছেলে মো. মাসুমকে (৩২) আটক করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী আবদুল মালেকের গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে, এনএসআই’র সহকারী পরিচালক ফয়সাল মিয়া ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী, সিরাজুল ইসলাম এর উপস্থিতিতে বেগমগঞ্জ থানা পুলিশ সহায়তা করেন। একটি বিশ্বস্ত সূত্র শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এনএসআই নোয়াখালী কার্যালয় জানতে পারে লক্ষীপুর হতে বেগমগঞ্জের চৌমুহনীতে সরকারি গম কালোবাজারে বিক্রি করা হবে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই নোয়াখালী কার্যালয় কর্মকর্তা, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেকের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় কালোবাজারে বিক্রির জন্য ট্রাক হতে আনলোড করার সময় ৩০ মেট্রিক টন খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত গমের বস্তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা। এসব গম অবৈধভাবে লক্ষীপুর হতে ক্রয় করা হয়েছে। গম ক্রয়ের কাগজপত্রাদি দেখাতে না পারায় গোডাউন সিলগালা ও গোডাউন মালিক হাজী আবদুল মালেকের ছেলে মো. মাসুমকে আটক করা হয়। আটকের পর অভিযুক্ত ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং সরকারি গমসহ ওই গোডাউন সিলগালা করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

###