নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল বুধবার সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি টাকা, যা গতকালের চেয়ে প্রায় বেড়েছে ৫৩ কোটি ৭২ লাখ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেনে একই চিত্র উঠে আসে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ দশমিক শূন্য চার পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮২২ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দুই দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৭ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়ে দুই হাজার ১৯০ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন বেড়ে চার লাখ ছয় হাজার ২৭৬ কোটি ৮৪ লাখ ১৬ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৫৬১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয় ৫০৭ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৭২ লাখ টাকা। এদিন ১৫ কোটি ৮৫ লাখ চার হাজার ৭৩৩টি শেয়ার এক লাখ ১৩ হাজার ২৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো। ওই দিন ৪১ কোটি ২৩ লাখ ৮৬ টাকায় কোম্পানিটির এক কোটি ৩৩ লাখ ২২ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা। এর পরের অবস্থানগুলোতে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, গ্রামীণফোন ও মার্কেন্টাইল ব্যাংক। শেয়ারদর ছয় দশমিক ৬৭ শতাংশ দর বেড়ে বৃদ্ধির শীর্ষে উঠে আসে এক্সিম ব্যাংক। এরপর উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির দর বেড়েছে ছয় দশমিক ৩৭ শতাংশ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪২টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দর।
সিএসইতে এদিন ৬৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

Print Date & Time : 1 July 2025 Tuesday 9:39 am
বেড়েছে সূচক ও লেনদেন
পত্রিকা ♦ প্রকাশ: