মাহির ‘ও মাই লাভ’ কে হচ্ছেন নতুন নায়ক

শোবিজ ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবার নতুন একটি সিনেমা ‘ও মাই লাভ’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন মাহি। আগামী ১ আগস্ট থেকে শাকিব খানের শুটিং হাউজ জান্নাতে এ সিনেমার শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ।
তবে ছবিটিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন তার নাম এখনি প্রকাশ করছেন না ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক। আগামী ৩০ জুলাই বাংলাদেশে আসবেন এ নায়ক। তার আগ পর্যন্ত গোপন থাকবে নায়কের নাম। এমনটাই জানালেন প্রযোজক মোহাম্মদ হিমেল।
তিনি বলেন, ‘আমরা নায়কের নামটি পরে ঘোষণা করতে চাচ্ছি। ১ আগস্ট থেকে পূবাইলে নায়ক-নায়িকাকে নিয়ে শুটিং শুরু হবে। এখানে ৭ দিন শুটিং করে আমরা এফডিসিতে শুটিং করব। ইচ্ছে আছে টানা শুটিং করেই সিনেমাটির কাজ শেষ করব।’
মাহির সর্বশেষ চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চায়’ ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এ ছবিতে মাহির নায়ক ছিলেন বাপ্পী। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ নিয়ে। ছবিতে মাহি কাজ করছেন ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে।

 

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১