ক্রীড়া ডেস্ক: সময়টা এখন যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। বল নিয়ে রীতিমতো যেন ম্যাজিক দেখাচ্ছেন পর্তুগালের এ তারকা প্লেমেকার। রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই করেন হ্যাটট্রিক। সেই ম্যাচেই টানা চার বিশ্বকাপে গোল করা পেলে, উই শিলার ও মিরোসøাভ ক্লোসার পাশে নাম লেখান তিনি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ডটাও সেই ম্যাচে হয়।
গতকাল লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে গোল পেলেন চতুর্থ মিনেটে। দূরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন, পর্তুগালের হয়ে যা তার ৮৫তম গোল। ইউরোপিয়ান কোনো ফুটবলার আন্তর্জাতিক ম্যাচে এত বেশি গোল করতে পারেননি। ৮৪ গোল নিয়ে এত দিন ইউরোপিয়ানদের মধ্যে শীর্ষে ছিলেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস। সব মহাদেশ মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড ইরানের আলী দাইয়ের। সে রেকর্ডের পথেই এখন যাত্রা শুরু হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর!
এখানেই শেষ নয়, আরেকটা রেকর্ড হয়েছে রোনালদোর। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে করলেন ৬ গোল। এ রেকর্ডটা এত দিন একাই দখলে রেখেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। রাশিয়া বিশ্বকাপে রোনালদোর গোল এখন চারটি। শীর্ষে তিনিই। কে জানে গোল্ডেন বুটটাও হয়তো নিজের করে নিতে পারেন পর্তুগালের এ তারকা ফুটবলার।
৩৩ বছর বয়সী রোনালদোর এ রেকর্ডের ম্যাচে জয় নিয়ে মাঠে ছেড়েছে পর্তুগাল। ‘বি’ গ্রুপের ম্যাচে চতুর্থ মিনিটে জোয়াও মৌতিনিওর ক্রসে এ দুর্দান্ত হেডে বল জালে পাঠান পর্তুগিজ অধিনায়ক। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে পর্তুগিজরা। ১-০ গোলে জয়ে পূর্ণ পয়েন্টে দ্বিতীয় রাউন্ডে উঠার পথটা প্রশস্ত হলো। এই হারে প্রথম রাউন্ড থেকেই মরক্কোর বিদায় নিশ্চিত হয়ে গেল।
ম্যারাডোনার পাশে রোনালদো
