Print Date & Time : 1 July 2025 Tuesday 12:37 pm

রোনালদোর পথে হাঁটছেন বেনজামাও!

ক্রীড়া ডেস্ক: কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলতে গেলে সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বার্নাবুর ক্লাবটি। এরই মধ্যে লস ব্লাঙ্কোরা পেল আরও একটি দুঃসংবাদ সিআর সেভেনের পথেই হাঁটছেন করিম বেনজেমাও!
রিয়াল মাদ্রিদের হয়ে খুব একটা গোল করতে পারেননি বেনজেমা। কিন্তু তাকে ঘিরেই দলটির সব কোচই সাজাতেন আক্রমণভাগ। কারণ তার নিঃস্বার্থ মনোভাবই যে রোনালদোকে গোলের পর গোল করার সুযোগ করে দিয়েছে। কিন্তু সিআর সেভেন জুভেন্টাসে যোগ দেওয়ার পর দলটির মূল গোল ভরসা হওয়ার কথা ছিল বেনজেমারই।
বেনজেমাকে নাকি দলে টানতে চাইছে নাপোলি। এমন খবরই প্রথমে জানা গিয়েছিল। কিন্তু ক্লাবটির সভাপতি অরেলিও ডি লরেন্তিসের কঠিন মন্তব্যে সেটা আর টেকেনি। এর মধ্যেই আবার খবর এসেছে ইতালিরই আরেক ক্লাব এসি মিলান বেনজেমাকে দলে টানতে চাইছে। সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিওর ভাষ্যমতে কিছুদিন আগে মধ্যস্থতাকারী লুডোভিক ফাত্তিৎজো এবং বেনজেমার মুখপাত্র মিলানের স্পোর্টিং সেন্টারে কোচ গাত্তুসো ও স্পোর্টিং ডিরেক্টর ম্যাসিমিলিয়ানো মিরাবেল্লির সঙ্গে কথা বলেছেন।
মিলানের হয়ে ৪ বছরের চুক্তিতে বাৎসরিক ৯ মিলিয়ন ইউরো বেতনে খেলতে রাজি বেনজেমা। এমনটাই জানিয়েছেন মারজিও। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি বলে দিয়েছেন, বেনজেমা যেতে চাইলে বাধা দেবেন না তিনি। এখন শুধু দলবদলের আনুষ্ঠানিকতাটা বাকি! যদিও এমন খবর উড়িয়ে দিয়েছেন বেনজেমার এজেন্ট করিম জাজিরি। কিন্তু টুইটটা মারজিও করেছেন বলেই গুরুত্ব বাড়ছে। কেননা রোনালদোর জুভেন্টাসে যাওয়ার খবরটা তিনিই প্রথম টুইটের মাধ্যমে জানিয়েছিলেন।