লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা শাকচর মদিন উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৫০ অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কোডেকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হাসান ও প্রকল্প সমন্বয়কারী (পিআরইডিএফসি) মোরশেদ বেগম।

এদিকে পৃথকভাবে লক্ষ্মীপুরে মেঘনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে পিএলজেড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর দ্বীপ মেঘার চরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দুই শতাধিক শিশু, নারী ও বৃদ্ধদের এসব শীতবস্ত্র ও কম্বল দেওয়া হয়।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১