শেয়ার বিজ প্রতিনিধি, রাবি: বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার ২০১৭’ পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ্ কলাভবনের ১৫০ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা গবেষণা সংসদ’।
গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সভাপতি পিএম সফিকুল ইসলাম।

Print Date & Time : 29 June 2025 Sunday 9:16 am
শওকত ওসমান সাহিত্য পুরস্কার পেলেন হাসান আজিজুল হক
সারা বাংলা ♦ প্রকাশ: